একটি বোকা গাধা



                                                   কটি বোকা গাধা

একজন লবণ বিক্রেতা প্রতিদিন তার তার লবণের ব্যাগ বহন করে বাজারে নিয়ে যায়।পথে তারা একটি নদী অতিক্রম করতে হয়।  একদিন গাধাটা হঠাৎ করে নদীতে পড়ে যায় এবং লবণের ব্যাগও পানিতে পড়ে গেল। পানিতে সব লবণ পড়ে যায়  এবং ওই বহন করা ব্যাগ খুব হালকা হয়ে যায় এবং গাধাটা খুব খুশি হয়ে যায়।

তারপর গাধা প্রতিদিন একই কৌশল খেলতে শুরু করে।লবণ বিক্রেতার গাধাটার এই কৌশলটি বোঝতে পেড়েছিল এবং সে ঠিক করে গাধাটাকে একটি শিখা দেবার জন্য। পরের দিন তিনি গাধা উপর একটি তুলো ভর্তি করে ব্যাগ ভরে দেয়।

আবারও গাদাটা ঠিক একই এটি কৌশলটি খেলায় আশা করেছিল যে সে পানিতে পরে যাবে এবং ওই বহন করা ব্যাগ খুব হালকা হয়ে যাবে।

কিন্তু তুলো ভর্তি করে ব্যাগটা হলকা না হয়ে খুব ভারী হয়ে গেল এবং গাধাটি ভুগলো। এটি একটি পাঠ শিখেছি। সেই দিনের পর থেকে এই কৌশলটি আর ব্যবহার করে নাই এবং এটা দেখে বিক্রেতার খুব সুখী ছিল।

No comments

Theme images by rion819. Powered by Blogger.